আপডেট

Sunday, January 25, 2015

শর্টকাট ভাইরাস আক্রান্ত ডিভাইস ঠিক করুন কোনো এন্টিভাইরাস ছাড়া শুধু CMD দিয়ে

প্রথমে আপনার পিসি থেকে cmd,run as administrator হিসেবে ওপেন করুন।এরপর আপনার এফেক্টেড ইউএসবির ড্রাইভ লেটার চমদ তে লিখুন।ধরুন যদি আপনার পেন্ড্রাইভ টি হয়ে থাকে G তাহলে cmd তে লিখুন g:
এর পর enter চাপ দিন।
cmd তে দেখুন g: এভাবে এসেছে।এরপর লিখুন আমি যেভাবে লিখছি:
attrib /s /d -r -s -h
এরপর enter চাপুন।
ব্যস হয়ে গেল কাজ।।এরপর দেখুন শর্টকাট ফাইল গুলো পেনড্রাইভের উপরে বা নিচে জমা হয়েছে আর মুল ফাইল গুলো ঠিক হয়ে গেছে।।