আপডেট

Friday, January 30, 2015

কিছুই অসম্ভব নয়, সবই সম্ভব


অনেকেই মনে করে প্রোগ্রামিং জিনিসটা খুব এ কঠিন। তাই বলে আমি কিছু পারি না। সেটাতো হবেই। কেউ যদি সাইকেল কিনে চালানোর পরিবরতে বই পরে চালাতে চায় তার কাছে তো কঠিন মনে হবেই। আসলে প্রোগ্রামিং করা খুব এ সোজা। এ জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম??? বেশি কিছু না। প্রথমে c এর বেসিক জিনিস গুলা শিখবেন। তারপর কম্পিউটার এ বসে ধুমায় প্রাকটিস করতে থাকবেন। দেখবেন কিছুদিন পর সব কিছুই আপনার আয়ত্তে আসবে। কিন্তু আপনি যদি প্রাকটিস না করেন তাহলে কিছুই হবে না। প্রোগ্রামিং শিখার মুল মন্ত্রই হল বেশি বেশি প্রাকটিস করা।