আপডেট

Saturday, January 24, 2015

প্রথম সি প্রোগ্রাম ( হ্যালো ওয়ার্ল্ড )

তোমার মনে প্রশ্ন জাগতে পারে , প্রোগ্রামিং করা সোজা না কঠিন ?
উওর টা একটু জটিল
ব্যাপার টা যেমন সহজ তেমন কঠিন..
তার পর তুমি বলতে পরো এইডা কোন উওর হৈলো?
সত্যি বলতে এর উত্তর তোমাকেই খুজতে হবে..

প্রোগ্রামিং করতে গিয়া প্রথমে যে ঝামেলায় পরতে হয় সেইটা হলো  কোড কৈ  লিখবো  এবং কেমনে লিখবো ...?
সি প্রোগ্রামিং এর জন্য  আমি কোডব্লক আই- ডি- ই টা   ব্যাবহার করতে বলবো কারন এটার ব্যাবহার সহজ
এবার কাজ শুরু করা যাক  
প্রথমে এখান থেকে কোড ব্লক ডাউনলোড করো ।
এরপর ইনস্টল করে ওপেন করো

স্ক্রিন শট গুলা ফলো করো 


নিউ প্রোজেক্ট তৈরি করো

নিউ প্রোজেক্ট তৈরি করো



কোনসোল অ্যাপ্লিকেশান 


সি নির্বাচন করো


প্রোজেক্ট এর একটা নাম আর সেভ লোকেশান দাও...




Sources >>main.c তে ক্লিক করো এবং দেখো কোড ব্লক নিজে থেকেই তোমাকে হেলো ওয়ার্ল্ড প্রোগ্রাম টা লিখে দিয়েছে



1:  //hello world  
2:  #include <stdio.h>  
3:  #include <stdlib.h>  
4:  int main()  
5:  {  
6:  printf("Hello World\n\n");  
7:  system("pause");  
8:  return 0;  
9:  }  
এর পর F9  প্রেস করো এবং প্রোগ্রাম টা রান করো
আজ এর বেশি কিছু বোঝার দরকার নাই...
পরবর্তী পোষ্টে কোড টার ব্যাখ্যা দেয়া হবে ...

হ্যাপি কোডিং ...