আজ আমি আপনাদের একটি মজার ট্রিক্স সম্পর্কে জানাবো ।আমরা অনেকেই আছি যারা বার বার ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখতে বিরক্ত বোধ করি ।
জার কারনে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড Mozilla, Crome, Opera এর মত ব্রাউজারে রিমেম্বার করে রাখি ।
সাবধান !! সাবধান !!
ভুলও Mozilla, Crome, Opera কোন ব্রাউজারে আপনার পাসওয়ার্ড সেভ করবেন না। কারন এগুলো তে সেভ করা পাসওয়ার্ড আপনার বন্ধু আপনার অজান্তেই দেখে নিতে পারবে । আপনার ক্ষতিও করতে পারে ।
দেখুন কিভাবে হয় এটি ।
আজ এ পর্যন্তই ভাল থাকবেন সবাই ।
