আপডেট

Wednesday, January 28, 2015

ACM ICPC প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রতি বছর এই প্রতিযোগিতা হয়ে থাকে। এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে হলে প্রথমে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রাথমিক প্রতিজোগিতায় অংশ নিতে হবে। এই রাউন্ড এর পরে হবে ফাইনাল । ফাইনাল এ পার হতে পারলে যেতে হবে দেশের বাইরে। এছারাও ACM ICPC এর ওয়েব থেকে আর তথ্য জানা যাবে।